সেলিম মাহবুবঃ
ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা, পরোয়ানা ভুক্ত ৭ জন আসামি-কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত পৃথক অভিযান চালিয়ে থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মো. সিকান্দর আলী, এসআই মো আব্দুল লতিফ, এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ছাতক থানার মামলা (নং১৭(১০)২৫) এর আসামী সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত ইছকন্দর আলীর পুত্র দুলু মিয়া (৫৫), মৃত আজর আলীর পুত্র আনসার আলী (৩৫)।
মামলা-নং ৩০ (৯) ২৫ এর আসামী নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর-বুড়াইর গাঁও গ্রামের রমজান আলীর পুত্র সোহেল মিয়া (৩৩), শামসাদ আলীর পুত্র আনছার আলী (২৭)।
পুলিশ আইন ৩৪ ধারা (জিডি নং ৬৭৫, তারিখ ১৪/১০/২৫): আসামী দোয়ারাবাজার থানার বাংলাবাজার ইউনিয়নের ছনু গাঁও গ্রামের তাজুদ আলীর পুত্র মোঃ রুয়েল মিয়া (২৫)।
দোয়ারাবাজার সি.আর. (৭৫/২৪) মামলার পরোয়ানাভুক্ত ভাতগাঁও ইউনিয়নের খঞ্জন পুর গ্রামের আব্দুল মতলিবের পুত্র মোঃ সাজুর মিয়া (২২) এবং সি আর ৩২৩/২৫ মামলার পরোয়ানাভুক্ত ভাতগাঁও ইউনিয়নের সনজব পুর গ্রামের মো.আব্দুল আহাদের পুত্র এবাদুর ইসলাম (২৭)।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, আটক সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply