মোহাম্মদ মাসুদ
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-র নির্বাচন হচ্ছে ।
এ থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। অনেকেই জীবনে প্রথম ভোট দিতে পেরে অনেক আনন্দিত। তবে নির্বাচনের কোন সহিংসতা বড় ধরনের কোন অনিয়ম অসংগতি অভিযোগ হয়নি বলে জানিয়েছেন নির্বাচনে দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভোট দেওয়ার পরে অমুসেনীয় কালি মুছে যাওয়াকে ভোট অনিয়ম এবং যার ভোট দেওয়ার আপত্তি তুলেছেন ছাত্রদলের ডিপি প্রার্থী।
Leave a Reply