
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জর্জ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও আয়কর উপদেষ্টা এডভোকেট মোঃ ইব্রাহিম মানিক ‘সংবাদ প্রতিদিন’-এর উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) গণমাধ্যমটির সম্পাদকীয় বোর্ড এ সিদ্ধান্তের অনুমোদন দেয়। আইন ও কর-বিষয়ক অভিজ্ঞতা, পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য এডভোকেট ইব্রাহিম মানিককে উপদেষ্টা হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে জানায় সম্পাদকীয় সূত্র।
এডভোকেট ইব্রাহিম মানিক দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জর্জ কোর্টে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় যুক্ত আছেন। একই সঙ্গে তিনি একজন দক্ষ আয়কর পরামর্শক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও নিবিড়ভাবে কাজ করছেন।
নিজের প্রতিক্রিয়ায় এডভোকেট মোঃ ইব্রাহিম মানিক বলেন,
“সংবাদ প্রতিদিন একটি উদীয়মান গণমাধ্যম, যা নিরপেক্ষ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত। গণমানুষের পক্ষে ন্যায়ের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।”
সংবাদ প্রতিদিন-এর সম্পাদক বলেন,
“আইন ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে এডভোকেট মানিক আমাদের পরামর্শক পরিমণ্ডলে নতুন দিক উন্মোচন করবেন। তার দিকনির্দেশনা গণমাধ্যমের নৈতিক মান রক্ষায় সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
Leave a Reply