
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া থানাধীন দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া শাকিল দর্জি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা যায়, মৃত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর ) সকাল আনুমানিক ১১টার দিকে ঘিঘাট সাকিনন্থ শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল দর্জি ঘিঘাট গ্রামের মৃত কফিল উদ্দিন দর্জির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শাকিল দর্জি নৌকা থেকে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তার সন্ধান করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা পর, আনুমানিক বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ শাকিল দর্জির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা। পুলিশ জানিয়েছে, নিহত শাকিল দর্জি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি )আব্দুর রব জানান ,এটি একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
Leave a Reply