
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রিমানুল ইসলাম রিমুর নেতৃত্বে প্রায় দুই হাজারের বেশি নেতাকর্মী ১৭টি ইউনিটের ত্যাগীরা আগমন সাদা গেঞ্জি পরে বকের সাজে প্রতিষ্ঠা বার্ষিকী ও র্যালি অনুষ্ঠানে এসে জমায়েত হয় এবং এক শুভেচ্ছা বক্তব্য দিয়ে সাবেক এই নেতা বলেন-
রিমু,আকরাম,সাইফুল মৃধাসহ
তাদের বিরুদ্ধে যে বহিষ্কার আদেশ তা
অবিলম্বে প্রত্যাহার করা হোক।

তিনি জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে দেশের প্রতিটি ত্যাগী, সংগ্রামী, আদর্শনিষ্ঠ নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়,এটি দেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে। আজ সেই সংগঠন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শক্তি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন তিনি বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্র, ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন আজ হুমকির মুখে। এই সংকটময় সময়ে যুবদলের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদেরকে দেশের প্রতিটি তরুণকে সত্য ও ন্যায়ের পথে একতাবদ্ধ করতে হবে, সকল ধরনের অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,যুবদল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ সমাজকে সংগঠিত করে জাতির উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখা।
আজ সেই লক্ষ্য পূরণে আমরা নতুন উদ্যমে কাজ করছি। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ডে যুবদলের কর্মীরা নিরলসভাবে জনগণের পাশে আছে। তারা আন্দোলনে যেমন সাহস দেখাচ্ছে, তেমনি মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখছে।

জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলার আহবায়ক এই ত্যাগি নেতা রিমানুল ইসলাম রিমু আরও বলেন, আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বন্দী দশা থেকে মুক্ত। জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে লড়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।
জেলা যুবদলের ও সদর উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবদল হবে সত্য ও ন্যায়ের শক্তি। দেশের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদের অগ্রভাগে থাকব। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে বিএনপি ও যুবদলের আদর্শ পৌঁছে দিতে হবে।

যুবদলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল তরুণ ও যুব সমাজকে আহ্বান জানাচ্ছি- আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামনের কাতারে দাঁড়াই। শহীদ জিয়ার আদর্শ, আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোটের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই। আমরা আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীক প্রার্থীকে বিজয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার আহবান জানান।
Leave a Reply