
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে সম্প্রতির দুর্ঘটনার স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘ’টনায় ৫ নিহত, আহত ৩০ জন এর অধিক, একের পর এক আ’হ’ত আনা হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থ বটতল এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যানুসারে, বাসটি একটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
দুর্ঘটনার কারণ এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি সিডিএম পরিবহনের বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে সজোরে ধাক্কা দেয়।
হতাহত: এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জনের অধিক আহত হয়েছেন।
উদ্ধার তৎপরতায় দুর্ঘটনার পর সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
Leave a Reply