
খোদার পর রাসুলের পর আজও যে
তোমারে আপন জানি,
ত্যামনি হয়তো তুমিও আমারে
হৃদয়ে- তাহাই মানি।
চুম্বক চুম্বনে শিহরিত আদরে আজি-
গা ঢেকেছি তোমার সে প্রেমাচ্ছিদ চাদরে।
তোমার ছোঁয়ানো নাক ছাবি জানে-
জানে আমার কাছে তুমি পৃথ্বী সম দামী!
আকাশ বাতাস অগ্নি সাক্ষী-তরু লতা
পাখি ওই আল কোরআনের বাণী,
অন্ত গৃহে তুমি যে মোর প্রণান্ত স্বামী।
আকূত প্রাণের তৃষ্ণা না মিটিলো,
একখানা লাল শাড়ি নাই বা পেলাম,
ধরাতে তা সাদা শাড়ি পাইবার বাসনা পুষি।
ওপারে তে কাঞ্চা বাঁশের হবে একখান ঘর,
ঠাঁই দিয়ো পাশে প্রিয় সে-বারে কইরো না পর?
ওই না ঘরে সেদিন বাজিলে বিরহের বাঁশি,
প্রিয়তম রাখিও-মোরে প্রাণের কাছা-কাছি।
এ- জনমে আমার তুমি অন্য কারোর পাওয়া,
পর জনমে তুমি যে-মোর আকূত প্রাণে চাওয়া।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
শামীমা আক্তার।
Leave a Reply