
আওরঙ্গজেব কামালঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়াতে সশস্ত্র বাহিনী সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রোববার সকালে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া বাইপাইল প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিমান বাহিনী প্রধান বলেন, দেশের আকাশসীমা নিরাপদ রাখা থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আন্তর্জাতিক বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে বিমান বাহিনীর সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তিনি বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশে বলেন, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের যে শিক্ষা তারা গ্রহণ করছে, তা ভবিষ্যতে তাদের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তৃতায় বিমান বাহিনী প্রধান আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিএনসিসির অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে দেশ ও সমাজের বিভিন্ন সংকটে ছাত্র-জনতার আত্মত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক চিন্তাধারা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে আধুনিক প্রযুক্তিনির্ভর শক্তিশালী বিমান বাহিনী গড়ে তুলতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ভূমিকার প্রশংসা করে তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, আত্মনিবেদন ও পেশাগত উৎকর্ষ বজায় রাখার আহ্বান জানান। বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনসিসির কর্মকর্তা, প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি ও ক্যাডেটদের অভিভাবকরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নির্বাচিত ক্যাডেটদের মাঝে পদক ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
Leave a Reply