
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
জুঁই প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান কবি সুহেনা আক্তার হেনার দ্বিতীয় কাব্যগ্রন্থ “শব্দের ভেতর আমি”–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জুঁই প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রোটারীয়ান নুরুল ইসলাম রুপনের পরিচালনায় সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল হাফিজ চৌধুরী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবী তাবেদার রসুল বকুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কবি শিপারা শিপা ও সাংবাদিক কারী মোহাম্মদ শরিফ।
অনুষ্টানে বক্তারা কবির সাহিত্যচর্চা, কাব্যভাষা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বলেন, “শব্দের ভেতর আমি” পাঠকমনে গভীর অনুভূতির সঞ্চার করবে এবং সমকালীন বাংলা কবিতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে। অনুষ্ঠানের শেষে কবির সাহিত্যযাত্রার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
Leave a Reply