
সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতিকের প্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির।
তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা মাস্টার মো. ইলিয়াস আলীর ছেলে। শুক্রবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জে প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে তিনি ছাতক-দোয়ারাবাজারের সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সন্মেলনে হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খেলাফত মজলিস তথা ১০ দলীয় জোটের একজন প্রার্থী। তিনি বলেন, অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ছাতক- দোয়ারার মানুষের খেদমত করতে তিনি এ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। মহান আল্লাহর নির্দেশিত ও রাসুল (সা.) এর দেখানো পথে খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালনা করতে চান তিনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে তিনি এলাকার উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করবেন।
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সকল ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেন। তার দেয়াল ঘড়ি প্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ছাতক-দোয়ারার সকল শ্রেণি- পেশার মানুষের কাছে আহবান জানান।
১০ দলীয় ঐক্য সমর্থিত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ মাওলানা আবদুল কাদির বলেন, এ আসন টি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ঈমাম উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতক উপজেলার প্রধান সমন্বয়ক ও জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফিজ কামরুল ইসলাম, ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার, খেলাফত মজলিস নেতা ফারুক আহমেদ, সংগঠনের দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আবদুল হাই ও মাওলানা সালেহ আহমদ, সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, নাজিম বিন হক, ইয়াহিয়া খান মাহবুব, নুর আহমদ মাসুম, তোফায়েল আহমদ, ইমাম উদ্দিন মামুন, হাফিজ উমাইরুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিক আহমদ, শাহ আলম, মাওলানা ফয়জুল ইসলাম তালুকদার, মাওলানা আইন উদ্দিন সুজন, আমির আলী, মাওলানা আবদুল হাফিজ, মাওলানা শাহিন আহমদ, মাওলানা লোকমান আহমদ প্রমূখ।
Leave a Reply