
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রনি মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সমমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬:০৫ ঘটিকার সময় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো. খায়রুল বাসার-এর নেতৃত্বে পুলিশের একটি দল মির্জানগর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামি রনি মিয়ার নিজ বসতঘর তল্লাশি করে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রনি মিয়া মির্জানগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। এই ঘটনায় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply