
পীরজাদা মোঃ মাসুদ হোসেন, ঢাকা।
২৪ জানুয়ারী শনিবার বিকাল ৫ টায় মতিঝিল আদর্শ ল’ কলেজের হলরুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়। সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে উক্ত নবীন বরন অনুষ্ঠানে সকল শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট জহিরুল হক শামীম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও ঢাকা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ি জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হায়দার আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও মতিঝিল আদর্শ ল’ কলেজের সভাপতি শামীমা আক্তার শাম্মী, বাংলাদেশ ল’ কলেজের অধ্যক্ষ ডক্টর সেলিনা সুলতানা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল আউয়াল খাঁন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ এ জি কে এম রেজাউল ফিরোজ রিন্টু।
আরো বক্তব্য প্রদান করেন, মতিঝিল আদর্শ ল’ কলেজের অধ্যাপক এ্যাডভোকেট আতিকুর রহমান লিটন, অধ্যাপক এ্যাডভোকেট সাইফুল ইসলাম,
অধ্যাপক এ্যাডভোকেট রওশন আলী
প্রভাষক এ্যাডভোকেট রাবেয়া খাতুন বুবলী,
প্রভাষক এ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল, পরিচালক আইনুল ইসলাম মিলন প্রমূখ।
Leave a Reply