
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস -২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার এর সভাপতিত্বে ও সদর উপজেলা সমবায় অফিসার মুসফিকা আক্তার তুলির সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা সমবায় অফিসার সুস্মিতা গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কিশোর রায়, সমবায় ব্যাংক লিঃ পটুয়াখালীর সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম খান, জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর সভাপতি দৈনিক গনদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া।
আরও বক্তব্য রাখেন কালিকাপুর ইউনিয়ন দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি লিঃ এর সভাপতি মোঃ বশির উদ্দিন, কলাপাড়ার মহিপুর সমবায় ঋ্ণদান ও সমন্বিত বিধায়ক সমবায় সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা সমবায় অর্ডিট অফিসার সুশান্ত কুমার দাস। সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ সমিতির বিশেষ ভূমিকার জন্য সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর সভাপতি গোলাম কিবরিয়াকে,
সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিনকে এবং মহিপুর সমবায় ঋ্ণদান সমবায় সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামকে সনদসহ সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্বর্ধিত করা হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম জাতীয় ও জেলা সমাজসেবা অফিসার সুস্মিতা গোলদার সমবায় পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে ও আলোচনা সভায় জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply