
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া-মিলাদ আয়োজন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১( সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক প্রধান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

রোববার বেলা দুপুর ১২ ঘটিকায় মনোনয়ন পত্র গ্রহন করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। ধানের শীষ প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বার’র সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তৌফিক আলী খান কবির, অ্যাড. আনিসুর রহমান ও সাবেক যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন দাখিল পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাওলানা নেছারুল্লাহ। এ দোয়া মোনাজাতে বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার সম্মানিত ভোটার সাধারনসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply