
সেলিম মাহবুবঃ
ছাতকে বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে দুইজন রাজনৈতিক মামলার আসামি রয়েছেন। শুক্রবার বিভিন্ন সময়ে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ- ২২ জুলাই, ২৫ ধারা- 15 (3)/250 The Special Powers Act, 1974.এর তদন্তেপ্রাপ্ত আসামি জুমেন আহমদ ( জুমেন মামুন ) (৩৪), জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের মৃত জারি মিয়ার পুত্র ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
মোঃ সিরাজুল ইসলাম (৫২), জাউয়াবাজার ইউনিয়নের
জাউয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র এবং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি।
এদিকে ছাতক থানার মামলা নং-১১(১২)২৫ এর এজাহার নামীয় আসামি নোয়ারাই ইউনিয়নের চরবাড়া গ্রামের লাহিন মিয়া-কে (২৫) গ্রেফতার করা হয়েছে। সে গ্রামের মো. মঈন উদ্দিনের পুত্র।
গ্রেফতারকৃত লায়েক আহমদ (২৪), পিতা-সুন্দর আলী, বর্তমান ঠিকানা সাং-গোটাটিকর, ডাকঘর-কদমতলী, থানা-দক্ষিন সুরমা, এসএমপি সিলেট, স্থায়ী সাং-সোনাপুর, ইউপি-পান্ডারগাঁও থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেছে পুলিশ। সে ছাতক থানার মামলা নং-০৬ (০১) ২৬’র এজহার নামীয় আসামী।
সিআর-৪৬৭/২৫ (ছাতক)মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী হিমাংশু দাস-কে গ্রেফতার করা হয়েছে। সে ছাতক সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের পুত্র।
জিআর-২০৫/২৩ (ছাতক) মামলার পরোয়ানা ভুক্ত আসামী কয়েছ মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সে নোয়ারাই ইউনিয়নের জুড়াপানি গ্রামের মৃত আজমান আলীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জমোঃ মিজানুর রহমান জানান গ্রেফতারকৃত ৬ আসামি-কে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply