মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
পটুয়াখালী পৌরসভা ৬ নং ওয়ার্ড নতুনবাজার টিনপট্রি আবাসিক হোটেল ছোয়ার ৬’ষ্ঠ তলায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ৩৭০৫ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (৪’মে-২০২৪ইং) তারিখ আনুমানিক বেলা ১১.০৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে হোটেল ছোয়ার ৬’ষ্ঠ তলা হইতে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, (১).আলমগীর হোসেন (৪৩), পিতা- ওসমান হাওলাদার, সাং-মহিষাডাঙ্গা, থানা- আমতলী, জেলা বরগুনা, (২). সবুজ আকন (২৫), পিতা- নুর মোহাম্মদ আকন, সাং মরিচবুনিয়া, ইউপি- মরিচবুনিয়া, থানা ও জেলা পটুয়াখালী সদর, (৩) মোঃ মহসীন হাওলাদার (৫০), পিতা- মৃত কাসেম হাওলাদার, মাতা- সাং-চর হরিদেবপুর, ইউপি- গোলখালী, থানা গলাচিপা, জেলা- পটুয়াখালী, (৪). সজল চন্দ্র চ্যাটার্জি (৩০), পিতা সম্ভু নাথ, মাতা- লক্ষী রানী, সাং- পুরান বাজার, সদর পাড়া, ৪নং ওয়ার্ড, আমতলী পৌরসভা।
পুলিশ সুত্রে, অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশাদুর রহমান দ্বয়ের নেতৃত্বে এসআই দিপায়ন বড়াল সংগীয় এসআই/ মোঃ গোলাম সারোয়ার, এসআই/ মোঃ শিপন শেখ ও সঙ্গীয় ফোর্স সহ “পটুয়াখালী পৌরসভাধীন ০৬নং ওয়ার্ডের নতুন বাজার সাকিনস্থ টিনপট্টি হোটেল ছোয়া এর ৬ষ্ঠ তলার উত্তর পূর্ব পার্শ্বে ধৃত আসামী আলমগীর হোসেন এর ভাড়া বাসার মধ্যে হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩৭০৫ (তিন হাজার সাতশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশ থাকে যে, আসামী মোঃ আলমগীর হোসেন (৪৩) এর বিরুদ্ধে ১। (2LW4W) ডিএমপি এর ভাটারা থানার ,এফআইআর নং-১২/৬৬, তারিখ- ১১ মার্চ, ২০১৭; সময়- ২২.১৫ ঘটিকা। ধারা- ১৯(১) এর ১ (খ)/১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এজাহারে অভিযুক্ত/বিবাদী –
আসামী মোঃ সবুজ আকন (২৫) এর বিরুদ্ধে ১। (15NAS) পটুয়াখালী এর পটুয়াখালী সদর থানার ,এফআইআর নং-৪২/৩০৩, তারিখ- ১৮ জুন, ২০১৯; সময়- ২২.৩০ ধারা- ১১(ক)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; , ২। (2G2FW) নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৮৩, তারিখ- ২৯ জুলাই, ২০১৭; সময়- ২১.৩৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৩। (2HUGG) নারায়ণগঞ্জ এর নারায়গনগঞ্জ সদর থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ১৮ অক্টোবর, ২০১০; সময়- ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
আসামী মোঃ মহসীন হাং (৫০) এর বিরুদ্ধে ১। (1H2N4) পটুয়াখালী এর পটুয়াখালী সদর থানার ,এফআইআর নং-২৫/৬৭, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২১; সময়- ১০.০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৪(ক)/৪১/৪২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-১২৯
আসামী সজল চন্দ্র চ্যাটার্জি (৩০) এর বিরুদ্ধ ১। (1JGSK) পটুয়াখালী এর দুমকি থানার ,এফআইআর নং-৭/৯৪, তারিখ- ১৪ নভেম্বর, ২০২০; সময়- ১৯.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। (19864) বরগুনা এর আমতলী থানার ,এফআইআর নং-১৩/৭৬, তারিখ- ১২ এপ্রিল, ২০১৯; জি আর নং-৭৬, তারিখ- ১২ এপ্রিল, ২০১৯; সময়- ২৩.০৫ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। (2LEAX) বরগুনা এর আমতলী থানার ,এফআইআর নং-২৬, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০১৭; জি আর নং-৬৭, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০১৭; সময়- ১৬.১০ ঘটিকার সময় ধারা- ৪০৭/৪১৮ পেনাল কোড-১৮৬০।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com