সেলিম মাহবুব, ছাতক:
ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়। দু’টি পর্বে অনুষ্ঠিত হয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে ও যুব নেতা কালিদাস পোদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক বিমল বনিক, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস, পূজা উদযাপন পরিষদ ছাতক শাখার সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি মহন্ত কুমার রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবুল পাল। বক্তব্য রাখেন, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক বাবুল রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ। সভায় কন্ঠ ভোটে পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি পদে প্রাক্তন অধ্যাপক হরিদাস রায় ও সাধারন সম্পাদক পদে ব্যবসায়ী অরুন দাস এবং পৌর শাখার সভাপতি পদে কালিদাস পৌদ্দার ও সাধারন সম্পাদক সৌরভ দাস নির্বাচিত হন। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প্রনব চক্রবর্ত্তী।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply