ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার ১৭ জুন জেলার বালীয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন বালীয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে খুশি শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিরা। সেই সাথে চলাফেরা করতে সহজ হবে বলে জানান তাদের সাথে আসা স্বজনেরা।
সংস্থাটির স্থানীয় প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম বলেন, আজকে ৫০ জন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হল। এ ছাড়াও শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন, অযুখানা স্থাপন, হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছি আমরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রজেক্ট সমন্বয়ক মেজবাহুল হক,স্থানীয় সমাজসেবক বেলাল উদ্দীন,ইউপি সদস্য মুক্তার হোসেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply