মিঠুন পাল,(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি মধ্যে দিয়ে ১৩ থেকে ১৭ বছরের কিশোরীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জুন সোমবার বিকাল ৫টায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমিটি কর্তৃক আয়োজিত গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চরখালী এলাকার উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্বপ্ন সারথি দল গঠন করা হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিল্টন, ব্রাক অফিসার (সলপ) মুন্সি ফারুক হোসেন। এই দল গঠনের মাধ্যমে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২৩২টি উপজেলায় কাজ করে যাচ্ছে। এবং অধিকার বঞ্চিতদের ফ্রি আইনি সহায়তা দিচ্ছে। এসময় প্রধান অতিথি সকল কিশোরীদের বাল্যবিবাহ থেকে শুরু করে বিভিন্ন দিক নির্দেশনা মুলুক পরামর্শ দেন ও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।
Leave a Reply