মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ডাক্তারি চিকিৎসার সঠিক কাগজপত্র দেখাতে না পারা ও অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার অপরাধে দুই চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে পৌর শহরের থানা মসজিদ সড়কের নিউ ডেন্টালের সত্ত্বাধিকারী সমীর বিশ্বাসকে (৪২) পঞ্চাশ হাজার ও গাজী মেডিকেল হলের সত্ত্বাধিকারী মো. জসীম উদ্দিনকে (৫৫) পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রাকিব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভংকর দেবনাথ।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় সমীর বিশ্বাস ও জসীম উদ্দিন এদের প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply