ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে চালকসহ ২জন আহত হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস ষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবুল হোসেন (৫০) চাঁদপুরের কচুয়া উপজেলার মৃত আরব আলীর ছেলে। সে অ্যাম্বুলেন্সটির চালক ছিলেন। অপর আহত ব্যক্তি অ্যাম্বুলেন্সের আরোহীর ছিলেন। তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের উত্তর মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে বহন করে রাজধানী ঢাকা একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা শেষে ওই দিন দুপুরে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের আনারপুরা এলাকায় অ্যাম্বুলেন্সেটি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অ্যাম্বুলেন্সেটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply