হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গতকাল বৃহস্পতিবার (২২ জুন) গভির রাতে বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক কৃষকের
মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর উপজেলার টেকিয়া মহেষপুর গ্রামের জমসেদ মোড়লের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন সাপের কামড়ে জাহাঙ্গীরের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,
ঘটনার দিন রাতে জাহাঙ্গীর প্রতিরাতের মতো খাবার খেয়ে বিছানায় শুয়ে ছিলেন। বিছানায় শুয়ে মোবাইল ফোনে কথা বলার সময় রাত আনুমানিক সাড়ে ১২ টায় মোবাইল ফোনটি হঠাৎ চৌকির নিচে পড়ে যায়। বিছানা থেকে হাত দিয়ে ফোটি তুলতে গেলে নিচে থাকা সাপ তার হাতে কামড় দেয়।
পরক্ষণে লাইট দিয়ে ঘরে দেখলে কোন কিছু জাহাঙ্গীরে চোখে পড়েনি। বিষটি পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ কিছুক্ষন চেষ্টার পর হাসপাতালে নিয়ে যেতে বলেন, পরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষাক্ত সাপের কামড়ে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। পরদিন সকালে স্থানীয়রা জাহাঙ্গীরের বাড়ি থেকে মাটি খুঁড়ে গর্ত থেকে জীবিত অবস্থায় একটি বিষাক্ত সাপ উদ্ধার করে। স্থানীয়রা ধরণা করছে এই সাপটিই জাহাঙ্গীরকে কামড় দিয়েছিলো।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply