ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ডাকাতির করার সময় এক নারীকে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ জুন) জেলা শহরের চৌরাস্তায় উদ্যোক্তা সূচী নামে একটি সংগঠনের ব্যানারে
ওই নারীকে নির্যাতনের প্রতিবাদে ও ওই মামলায় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে উদ্যোক্তা সূচীর সভাপতি রোজিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা আইনজীবী আসিকুর রহমান রেজভী, বাংলাদেশী শিক্ষার্থী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি টিংকু রায়, সাধারণ সম্পাদক রিংকু রায়, সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এ সময় বক্তারা এ ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। তাই অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
প্রসঙ্গত: গত ২০ জুন রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে নারী উদ্যোক্তা আক্তারের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি করার সময় ডাকাতেরা ভুক্তভোগী রোজিনার উপর পাশবিক নির্যাতন চালায়। এ নিয়ে রোজিনার স্বামী বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন মুঠোফনে জানান প্রকৃত দোষী ব্যক্তি ও মালমাল উদ্ধারের জন্য এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত এটির সত্যতা বের করে দোষীদের আইনের আওতায় নেয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply