মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট সীমান্ত বিজিবি-র লাইনম্যান হযরত আলী নেতৃত্বেই চলছে অবৈধ পথে চোরাকারবারীদের রমরমা ব্যবসা চোরাকারবারীদের গুডফাদার কে এই হযরত আলী। কোন কিছু তোক্ষা না করে ভুঙ্গার ব্যবসা করে যাচ্ছে অন্যদের দিয়ে ভুঙ্গার করার সুযোগ করে দিচ্ছে।
জাফলং জিরো পয়েন্ট দিয়ে সুযোগ-সুবিধা ভালো পয়েন্ট দিয়ে তিন থেকে চার মিনিটের ভিতরে ভারত থেকে মাল নিয়ে আসা যায়
তাই হযরত আলী বিজিবিকে মেনেজ করে দিনে এবং রাত্রে ওপেন চুরাকারবারিদের ব্যবসা করাতে নিজেও করছেন এবং তাদের কাছ থেকে চাঁদা আদায় করেন। ভারত থেকে বাংলাদেশে নিরাপদে আসছে নেশা জাতীয় মদ ইয়াবা ফেন্সিডিল চিনি চা পাতা কসমেটিক্স শাড়ি থ্রি পিস লেহেঙ্গা পান সুপারি জিরা এলাইস ডালচিনি লংগুলমরিচ
জিরো পয়েন্টে হযরত আলীর দোকান তাকাতে আরো সুযোগ সুবিধা ভালো উনার নিজের ব্যবসা করেন চোরাকারবারিদের কাছ থেকে চাঁদা আদায় করেন। মাঝেমধ্যে দুই একটা আই ওয়াশ নামে অভিযান করে উপর মহলে দেখান। ব্যবসায়ীদের সাথে আলাপ করলে জানান আমরা বিজিবির লাইন ম্যান হযরত আলীকে মেনেজ করে ই ব্যবসা করতেছি আর এজন্য আমরা মোটা অংকের টাকা দেই। জিরো পয়েন্ট দিয়ে ব্যবসা করতে সুযোগ সুবিধা ভালো নৌপথে খুবই সহজ
জিরো পয়েন্ট মসজিদ এর উত্তর দিকে মার্কেটের মধ্যে প্রতিটি গোডাউন ঘরে হাজার হাজার চিনি চা পাতা কসমেটিক্স শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সহ বিভিন্ন ধরনের পণ্য স্টক আছে সুযোগ-সুবিধা বুঝে মোটরসাইকেল অটোরিকশা ডি আই ও নৌপথে প্রচার করা হয়।
এবিষয়ে জানতে সংগ্রাম ক্যাম্প কমান্ডারের সেলফোনে ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি তাই ওনার বক্তব্য টাই নেওয়া হয়নি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply