বিশেষ প্রতিনিধি
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক এর অভিযানে ১,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ।
২৭ জুন,রাত সাড়ে ১১টায় গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং ইউপির উলুবুনিয়া মনিরের ঘের নামক স্থানে
মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দিকনির্দেশনায় পালংখালী বিওপির একটি আভিযানিক টহলদল কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। মধ্যরাতে বিজিবি টহলদল কতিপয় ইয়াবা পাচারকারীকে সীমান্ত হতে পায়ে হেটে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল শাহ মোঃ আজিজুস শহীদ অধিনায়ক,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply