মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে জেলা প্রশাসন,নাটোর পৌরসভা ও সড়ক জনপথ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচি “গ্রীন সিটি”র উদ্বোধন
করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে সড়ক দ্বীপে গাছ লাগিয়ে কর্মসুচির উদ্বোধন করেন নাটোর ও
নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বৃক্ষ রোপন কর্মসুচি জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সড়ক ও
জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, বিটিভি প্রতিনিধি জালাল উদ্দিন সহ অন্যান্যরা । উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ প্রকৃতির রুক্ষতা দূর করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সে কারনে এই কর্মসমুচির আওতায় পৌরসভার মধ্যে যে সড়ক দ্বীপগুলো রয়েছে এবং সড়কের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সে সব স্থানে বৃক্ষ রোপন করা হবে। এতে করে শহরের পরিবেশ যেমন ছায়াঘেরা ও পরিবেশ বান্ধব হবে তেমনি শহরের রুক্ষতা দূর করে সৌন্দর্য বৃদ্ধি করবে।
সংশ্লিষ্ট সুত্র জানায়, এই কর্মসুচির অধিনে নাটোর পৌরসভার মধ্যে সড়ক দ্বীপগুলো ও সড়কের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেসব স্থানে মোট প্রায় ১০ হাজার টি গাছ লাগানো হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply