মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আজ ৫ জুলাই রোজ বুধবার,
সাবেক ছাএদল নেতা – শহিদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাউফল উপজেলা বিএনপি’র-
যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগনের অধিকার ছিনিয়ে নিয়েছে।
তারা আজ দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে ধরা খেয়েছে, দেশে কোন আইনের শাসন নেই। দেশ নেএী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বন্দী করে রাখা হয়েছে। মানুষ
খেতে পারছে না, নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের আকাশ চুম্বি উদ্ধ’গতি, মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই, চারিদিকে
গুম,খুন ও সাংবাদিক হত্যার মহাউৎসব চলছে।
হাজার হাজার বিএপি’র নেতাকর্মীরা মিথ্যা মামলায় আজ জেলের মধ্যে হাহাকার করছে। কয়েক লক্ষ নেতাকর্মীর
নামে মিথ্যা, বানোয়াট ও গায়েবী
মামলা দেওয়া হয়েছে। তাই দলমত নির্বিশেষে সকলকে রাজপথ দখলের মাধ্যমে এই
সরকারের পতন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের
নির্দেশে এ সরকারের পতন ঘটিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে -ইনশাআল্লাহ।
ঈদ পরবর্তী গত ৩০ জুন থেকে
৫ জুলাই পর্যন্ত বাউফলের কালিশুরী, কুমারখালী,সূর্যমনি,
কালাইয়া, নওমালা, বাউফল সদর সহ বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ চলাকালে সভা-সমাবেশে তিনি এ কথা
বলেন। নওমালার নগরের হাটে
ছাএ ও যুব সমাবেশের পূর্বে এক
বিরাট মিছিল নওমালা ও নগরের হাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসকল
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান মাতব্বর,শাহীন মৃধা,
নাসির ব্যাপারী, মোহন মৃধা,
শ্রমিকদল নেতা মকবুল চৌধুরী,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান
রিফাত, পৌর ছাএদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ,যুবদল নেতা শামীমুর রহমান, খায়রুল মেম্বার, ছাএদল নেতা হাবিবুর রহমান,
নাহিদ সুমন, ফারুক গাজী, মারজান বিন জাহাঙ্গীর, শ্রমীকদল নেতা জহির মৃধা প্রমূখ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply