ম আব্দুল হামিদ সরকার,নীলফামারী জেলা প্রতিনিধি
নদীর দু পার আবারও ময়নুলের দরকার
ময়নুলের দুই নয়ন টেপাখড়িবাড়ীর উন্নয়ন। এই স্লোগানকে সামনে রেখে
আসন্ন আগামী ১৭ জুলাই/২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫-জুলাই/২৩ নীলফামারীর ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ময়নুল হকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়নুল হক,চেয়ারম্যান পদ প্রার্থী টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ। এতে সভাপতিত্ব করেন, রফিকুল ইসলাম,। এতে বক্তব্য রাখেন, মজির উদ্দিন,
মোঃইদ্রিস আলী, ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন,ময়নুল হক বিগত ৫ বছরে যে উন্নয়ন করছে তাতে আমরা অনেকটা স্বস্তিবোধ করছি। এবারে নির্বাচিত করে বাকী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। তারা আরও বলেন, ময়নুল হক একজন সৎ যোগ্য ন্যায়পরায়ন ও শিক্ষিত ব্যক্তি,এই ইউনিয়নের জন্য ময়নুলের বিশেষ দরকার।
ময়নুল হক বলেন যে,ডিমলা উপজেলার মধ্যে টেপাখড়িবাড়ী ইউনিয়ন সবচেয়ে অবহেলিত ও নদী কবলিত এলাকা। এখানে সবার দ্বারা উন্নয়ন করা সম্ভব নয়। মানুষের চলার পথে ভুল ভ্রান্তি হতে পারে,আমার যদি কোন ভুলত্রুটি হয়ে,থাকে পূনরায় নির্বাচিত করেন আমি যেনো সেই ভুলত্রুটি শোধরাতে পারি। তিনি আরও বলেন যে, এবারে নির্বাচিত হলে বাকী অসমাপ্ত কাজ সমাপ্ত করব ইনশাআল্লাহ। পূনরায় নির্বাচিত হলে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদকে একটি সমাজতান্ত্রিক ও স্মার্ট ইউনিয়ন পরিষদে পরিনত করবেন বলে তার নির্বাচনী ইশতেহারে তুলে ধরেন এবং উন্নয়নের কথা জন সম্মুখে জানিয়ে দেন ।সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং নির্বাচনী অফিস উদ্বোধনপর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply