সবুজ শিকদার,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি উভয়পক্ষের ২ জন আহত হয়েছেন বলে জানাগেছে।মঙ্গলবার ৪ জুলাই উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।এতে আহত ২ জনকে চিতলমারী ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় পালটাপালটি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহত ছাব্বির শেখের পিতা মন্নু শেখ বলেন, আমার ছেলে পেশায় একজন ইজিবাইক চালক মঙ্গলবার ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কুনিয়া স্ট্যান্ডে আকতার গাজীর দোকানের সামনে গাড়িটি রাখতে গেলে বদরুল শেখ ছাব্বিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার গাড়ির চাবি কেড়ে নিয়ে গেলে একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর ছাব্বিরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে স্ট্যান্ডের লোকজন দৌড়ে এসে ঠেকায় দেয়।
ওই ঘটনার জের ধরে বুধবার ৫ জুলাই সকাল সাড়ে আটটার সময় ইজিবাইক গাড়ির ব্যাটারি কেনার উদ্দেশ্যে পঞ্চান্ন হাজার নিয়ে বাড়ি থেকে বেড় হলে মো: মনিরুজ্জামান শেখের বাড়ির সামনে স্ব-মিল সংলগ্ন রাস্তায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা মিলু শেখ,বাবুল শেখ,সুমন শেখ,টিপু শেখ এর নেতৃত্বে একটি দল তার চলার পথ গতিরোধ করে বলে তোর এত বড় সাহস বদরুল এর গায়ে হাত দিছিস বলে তাকে খুনের উদ্দেশ্যে কিল,ঘুষি,লাথি,চর থাপ্পড় মেড়ে শরীরের বিভিন্ন স্থানে লিলা ফুলা জখম করে।বাঁচাও বাঁচাও বলে ডাক চিৎকার এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এসব বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখ বলেন,এ সব মিথ্যা ঘটনা।বদরুল কুনিয়া স্টান্ডে ৩/৪ টি পরিবহনের কাউন্টার চালায়।বিবাদীরা এলাকার মাদক ব্যবসা করে বদরুল মাদক ব্যবসার বিরোধিতা করার কারণে তার উপর ক্ষিপ্ত হইয়া মারধর শুরু করে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply