হমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটির
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রোববার (৯ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ৩১ জুলাই আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই কমিটি জেলার সকল উপজেলা গুলোতে কমিটি দিতে না পারায় ওইসব উপজেলায় ছাত্রলীগ একেবারে ঝিমিয়ে পড়েছিল। এদিকে জেলা কমিটি বিলুপ্ত হওয়ার ঘোষনায় রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মি আনন্দ প্রকাশ করে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। মিষ্টি বিতরণের ব্যপারে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মি বলেন, দীর্ঘদিন জেলা ছাত্রলীগ কমিটির চরম অবহেলার কারণে আমাদের উপজেলায় ছাত্রলীগের কমিটি দিতে জেলা কমিটি ব্যর্থ হয়। এতে করে অনেকদিন ধরে কমিটি না থাকায় রাণীশংকৈল ছাত্র লীগ ব্যপক নিস্ক্রীয় হয়ে পড়ে। তারা আরও বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা কমিটিকে বিলুপ্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তে সাদুবাদ জানাই।
এবার নতুন জেলা কমিটি গঠন হলে এসব অবহেলিত উপজেলা গুলোতেও নতুন কমিটি গঠন দ্রুতভাবে সম্পন্ন হবে এবং প্রাচীন ও ঐতিহ্যবাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নব উদ্যোগে গতি ফিরে পাবে। সেইসাথে চলমান উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম এবং রাজপথে লড়াই ও সংগ্রামে ভ্যানগার্ড হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply