মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ জুলাই ২০২৩) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর গ্রামের কালু হোসেনের ছেলে মো. সোহাগ (৩০), মোকাররমপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে মো. সালাম (৩১), নাটোরের বড়ইগ্রামের নগর গ্রামের খোয়াজ মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৯) ও কুষ্টিয়া সদর উপজেলার বারাদি গ্রামের মজিবর মন্ডলের ছেলে মো. রাকিবুল ইসলাম (৩০)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন বেলা দেড়টার দিকে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের চার্জার অটোভ্যান চালক হাবিল উদ্দিনের ছেলে মো. মামুন (৩২) রুইগাড়ি নামক স্থানে ভাড়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাবনার ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার কালু হোসেনের ছেলে মো. সোহাগ (৩০) আত্নীয়দের নিয়ে লালপুর গ্রীনভ্যালি পার্কে যাওয়ার জন্য ৪শ টাকা ভাড়া মিটিয়ে মামুনের মোবাইল নাম্বার (০১৭১৭৯৯৩৮০৮) নিয়ে চলে যায়। এরপর অটো চালক মামুনকে (০১৭৪৯৫২৯৩৩৪) নম্বর থেকে ফোন করে গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রামে আসতে বলেন। কালুপাড়া গ্রামের বড় সাঁকোর নিকট আসলে সোহাগ ইজি বাইকে উঠে গ্রীনভ্যালি পার্কে যেতে বলে। পার্কের আসার পরে আব্দুর রহমান স্টোর হতে একটি কোমল পানীয় নিয়ে তাকে খেতে দেয়। এর কিছুক্ষণ পর পার্কে মেইন গেটের পশ্চিম পার্শে¦র পাকা রাস্তায় পৌছালে মামুন জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকের সাড়ে ৩টার দিকে গ্রীন ভ্যালি পার্কের নিকট চকবাদেকুলপাড়া গ্রামের পলাশ মার্কেটে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফেরার পর জানা যায় ওই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়ে অচেতন করে তার চার্জার অটোভ্যান, মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।
পরবর্তীতে মামুনের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে নাটোর জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীবের সার্বিক সহযোগিতায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) রাতে বিভিন্ন স্থান থেকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে চোরইকৃত চার্জার অটোভ্যান উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা সকলেই অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply