মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫০ পিস ইয়াবা ও ৩০টি বিদেশী মদের বোতলসহ একজন মাদক ব্যবসায়ী র্যাব-১৫ কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক গ্রেফতার
১৬ জুলাই বিকেল ৫টায় জনৈক মোঃ আব্দুল্লাহ এর বসত বাড়ির সামনে উপস্থিতকালে অভিযানের বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ আব্দুল্লাহ নামে একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যাবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থানকালে মাদকসহ আসামি আটক করে।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও বিদেশী মদ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির ভাষ্যমতে তার বসত ঘর তল্লাশী করে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০টি বিদেশী কাঁচের মদের বোতল (প্রতিটির গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST WHISKY 43% ALC লেখা আছে) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোঃ আব্দুল্লাহ (৫০),পিতা-মৃত আবুল বশর,সাং-ছোট হাবিবপাড়া, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার বলে জানা যায়। ধৃত মাদক ব্যবসায়ী জানায়,সে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়।
উদ্ধারকৃত ইয়াবা ও বিদেশী মদসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়।নিশ্চিত করেছেন,অধিনায়কের পক্ষে,মোঃ আবু সালাম চৌধুরী,অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply