কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে বেসরকারি স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে অবিসংবাদিত শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আহবানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৭ জুলাই, সোমবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব আক্তারুল আলম মাস্টারের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উপদেষ্টা প্রবীণ শিক্ষক নেতা শাহাবুদ্দিন মাস্টার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন,বাংলাদেশ শিক্ষক সমিতির গাজীপুর জেলা শাখার সভাপতি
মোখলেসুর রহমান, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয় গাজীপুরের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন,কলেজ শিক্ষক সমিতি কালিয়াকৈর উপজেলার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার সাদেক, বাশিস এর সাধারণ সম্পাদক আহম্মদ আলী,বিশিষ্ট শিক্ষক নেতা আনারুজ্জামান, আলমগীর হোসেন, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মো: ফরহাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে গাজীপুর জেলার কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, চাকুরী জাতীয়করণ বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘ দিনের প্রাণের দাবী। অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এ দাবী আদায় করা হবে ইনশাআল্লাহ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply