মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি
ইসলামী ব্যাংক ‘হ্যালো পয়সা ঈদ রেমিটেন্স উৎসব’র ১৭ তম দিনের ফ্রিজ বিজয়ী হলেন ফরিদগঞ্জের মাসুদা বেগম। গত ১৯ জুলাই বুধবার বিকালে ইসলামী ব্যাংক ফরিদগঞ্জ শাখায় গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছে।
ইসলামী ব্যাংক ফরিদগঞ্জ শাখা প্রধান ও ব্যাংকের এ.ভি.পি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জোনের প্রধান ও ব্যাংকের এস.ভি.পি মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শাখা প্রধান ও ভি.পি নুরুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সহ-সভাপতি আমানউল্লাহ আমান। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমির হোসেন, ফরেন রেমিটেন্স গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ।
রেমিটেন্স যোদ্ধাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান বক্তাগণ। লটারীর মাধ্যমে কুমিল্লা জোনের মোট ৫জন গ্রাহক বিজয়ী হন। এর মধ্যে চাঁদপুর জেলার একমাত্র বিজয়ী ফরিদগঞ্জ শাখার গ্রাহক মাসুদা বেগম। সাউথ আফ্রিকা থেকে পাঠানো রেমিটেন্সের প্রেক্ষিতে ফরিদগঞ্জ শাখার গ্রাহক মাসুদা বেগম এর নিকট পুরস্কার হিসেবে ফ্রিজ হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply