বিশেষ প্রতিনিধি
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কক্সবাজারে
বিদেশী পর্যটককে ছিনতাই চেষ্টাকালে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা অজ্ঞাতনামা ছিনতাইকারী ট্যুরিস্ট পুলিশ কর্তৃক সনাক্ত ও গ্রেফতার।
অদ্য ১৮জুলাই,ভোর ৪টায় সুগন্ধা বীচ এলাকা হতে আসামী (১)জাকির হোসেন,কে (১৯) গ্রেফতার করেন।
আসামির পরিচয় জানা যায়,জাকির হোসেন, পিতা-
আমজুল হোসেন সাং-বাদশাঘোনা,কক্সবাজার পৌরসভা জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫৫ জিআর নং-২৮৩/২০২৩,)জাকির হোসেন (১৯),পিতা-আমজুল হোসেন। সাং-বাদশাঘোনা,কক্সবাজার পৌরসভা জেলা -কক্সবাজারকে নেপালের নাগরিক রবি কুমার গুপ্তা (২৪),পিতা- লাল বাবু সাহা, সাং-রামবান থানা-কোড়ায়,
জেলা-সরলাহী,দেশ-নেপাল।
গত ২৪/৫/২০২৩ খ্রীঃ ভোরে কক্সবাজার সুগন্ধা মোড়ে বাস হতে নেমে ডলপিন মোড়ের দিকে যাওয়ার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ভিকটিম ও তার বন্ধু বিশ্বজ্যোতি( নেপালের নাগরিক)কে গতিরোধে মোবাইল ও মুল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে ভিকটিম বাধা দিলে ছিনতাইকারীরা ভিকটিমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর সুযোগ্য পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ,পিপিএম-সেবা, তথ্য প্রযুক্তি, প্রচলিত-অপ্রচলিত সকল মাধ্যমে অজ্ঞাতনামা ছিনতাইকারী সনাক্ত করে আসামীকে আটক করে।
আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। মামলাটি তদন্তাধীন আছে। তথ্য নিশ্চিত করেছেন,ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply