স্টাফ রির্পোটারঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মীর মোঃ আল কামাহ্ তমাল।
গতকাল শুক্রবার (২১ জুলাই) সকালে তিনি অফিসিয়াল ভাবে যোগদান করেছেন। সদ্য যোগদানকারী ইউএনও দিনাজপুর জেলা প্রশাসকের কার্যলয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাঁকুগাঁও জেলায়। এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, আইন মন্ত্রনালয়ের সচিবের একান্ত সহকারী হিসেবে বদলি হওয়ায়, তার স্থালাভিত্তিকে তিনি যোগদান করেন।
এর পূর্বে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলামকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
নতুন ইউএনও মীর মোঃ আল কামাহ্ তমাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে যোগদান করতে আসলে, ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন বিদায়ী ইউএনও মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এরপর দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর করেন। এসময় সহকারী কমিশার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
গাজিপুর- নিউজ/হু কবির
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply