মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহন ও গ্যাসের সিলিন্ডার বাহী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আজ ভোরে নাটোর ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, মাঝরাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ( ঢাকা মেট্রো – ব – ১৩- ২২৮২) বড়াইগ্রামের খেজুরতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডার বাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের হেল্পার ও সুপারভাইজার এর মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহনের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছ বলেও জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply