মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ /২৩ উপলক্ষে গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য গলাচিপায় মৎস্য সপ্তাহ /২৩ উপলক্ষে, উপজেলা মৎস্যজীবী, মৎস্য চাষি ও সুবিধা ভোগীদের সমন্বয়ে মঙ্গলবার বেলা ৪টায় এক বর্ণাঢ্য র্যালীতে ও মাছের পোনা অবমুক্ত শেষে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়নে নানাবিধ প্রকল্প সহ খাদ্য সহায়তা দিয়ে দেশের মৎস্য সম্পদকে বিশ্বের বুকে বাংলাদেশকে স্থান করে দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আতিকুর রহমান, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল সহ মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ নুর ছাঈদ, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হাসান সাবু সহ মৎস্যজীবী লীগের প্রতিনিধিরা ও উপজেলা জেলেরা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে মাননীয় সংসদ সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ বিভিন্ন জাতের মাছেরপোনা গলাচিপা দিঘী পুকুরে অবমুক্ত করেন। এছাড়া বিভিন্ন সফল চাষীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতায় মাধ্যমে বিজয়ীর মাঝে পুরস্কার প্রদান করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply