শাহরিয়ার শাকিল,স্টাফ রিপোর্টার
প্রতিবছরের ন্যায় এই বছরেও বড়লেখা উপজেলার ঔতিহ্যবাহি গ্রাম মোহাম্মদনগর এর পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক এর আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে আমেরিকার চুনিনগ্রাম পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জুলাই রোববার বেলা ১১ ঘটিকার সময় আমেরিকার চুনিনগ্রাম পার্কে সংগঠনের সহ-সভাপতি আবুল হাসনাত এর সঞ্চালনায়, সভাপতি আবু সায়েম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছাবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাইদ বাবুল,
আযাদ উদ্দিন, ফখরুল হোসেন,তুতিউর রহমান,আহমদুল হক কুনু,
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন( ইউএসএ) ইনক এর উপদেষ্টা রফিক উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মুনিমুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ লুদি সহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী সদস্য বৃন্দগন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বলেন, মাঝে মাঝে চুড়ান্ত ব্যস্ততা থেকে মুহূর্তের বিরতি নিয়ে প্রয়োজন নিজেকে সময় দেওয়ার, এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে সময় কাটানোর, এর দ্বারা মানুষের মন যেমন শুক্বতার হাত থেকে রক্ষা পায় তেমনি সমাজে স্বাভাবিক বন্ধন বজায় থাকে, এরই ধারাবাহিকতায় দীর্ঘ এক বছরের ব্যস্ততাকে সরিয়ে নিয়ে সকলের সাথে মিলে মিশে আনন্দ করার জন্য পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউ এস ইনক ঝাঁক-ঝঁমক ভাবে বনভোজন এর আয়োজন করেছে। বনভোজনে ছিল বিভিন্ন রকমের খেলা ধুলা, তবে এর মধ্যে দেখার মত একটি খেলা ছিল হাঁড়ি ভাঙ্গা, যেটি দেখে সবাই মুগ্ধ হয়েছেন।খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দগন। এবং প্রতি বছর এই রকম আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংগঠন এর নেতৃবৃন্দগন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply