
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রীয় টাউন ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (২৭জুলাই) অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তা (রিক্সা প্রতিক) ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম কমিশনার (ছাতা প্রতিক) পেয়েছেন ১৪৯ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ (ফুটবল প্রতীক) ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম (দেওয়াল ঘড়ি প্রতীক) ৯৩ ভোট পেয়েছেন।
মোট ৪৬০ ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোট প্রদান করেন দেন। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত।
ভোট গ্রহণে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা আব্দুল জলিল।
Leave a Reply