হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও পৌর শহরের নজরুল ইসলামের মেয়ে ইতি আক্তার লোকসংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ্য হওয়ায় রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে গত শুক্রবার ২৮জুলাই রাতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে এদিন রাতে সংগীত বিদ্যালয়ে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, অধ্যক্ষ তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সুকুমার মোদক, কবি, লেখক ও সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ,সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিরা ইতি আকতারকে সম্মনান ক্রেস্ট ও ফুল প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত: ইতি আকতার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খ্রীঃ লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এ উপলক্ষ্যে গত ১৯জুন ঢাকা শিক্ষা মন্ত্রানালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইতি শিক্ষামন্ত্রী দিপু মণির হাত থেকে পুরষ্কার হিসেবে সম্মানানা ক্রেস্ট ম্যাডেল ও নগদ অর্থ গ্রহণ করেন।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply