মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে সমাবেশে আসার সময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার(৩১ জুলাই ভোর ৫টার দিকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হবার কথা। এ উপলক্ষে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ভোর ৫টার দিকে তাঁর বাড়ি সদর উপজেলার ছাতনী গ্রাম থেকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে আসছিলেন। এসময় শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করে। তাঁকে লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে দেয়। তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ১৫/২০ জন কর্মীকে লাঠিসোঁটা হাতে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে দফায় দফায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায়। অন্যদিকে বিপুলসংখ্যক মোতায়েন করা হয়েছে পুলিশ।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের চিকিৎসা নিয়ে ব্যস্ত আমরা ব্যস্ত রয়েছি। এঘটনা
আপাতত জনসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply