মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌর শহরের ৩ নং ওয়ার্ডের নবাব পাড়ায় বাদল
কর্মকার এর দুই ছেলে অংকুর
কর্মকার, সুমন কর্মকার এরা
দুই ভাই মিলে পৌর সভার ৪০ বছর আগের পুরাতন ইটের সলিং করা রাস্তা কেটে ফেলে ভ্যান গাড়ি বাড়ীতেরাখে, এতে রাস্তার উপর ময়লা পানি জমে থাকায়,৮ পরিবারের ভোগান্তির সৃষ্টি হয় এবং মশা মাছির উৎপাত বেড়ে যায়।
তাই স্থানীয় ৮ পরিবারের সবাই
এবং গোপাল কর্মকার জানান,,
পৌরসভার ৪০ বছরের পুরাতন ইটের সলিং করা রাস্তা থাকায় ওখানে নিচু হয়ে যাওয়ায়,রাস্তায় প্রচুর পানি জমে থাকার কারনে চলাচলের জন্য তাদের কষ্ট হয়, তাই তিনি দশ বছর আগে ঐ রাস্তায় তার নিজ খরচে রাবিশ দিয়ে,
রাস্তা মেরামত করেন,, সবার উপকারের জন্য, এতে তার আট দশ হাজার টাকা খরচ হয় বলে জানান তিনি এবং
সেই রাস্তা অংকুর ও সুমন মিলে
কেটে ফেলে এবং গোপাল বাঁধা দেওয়ায় তাকে কোপানোর হুমকি দেয় এবং বলে তাকে
দেখে নিবে, এতে গোপাল তার
জীবন নিয়ে শংকিত হয়ে, ভয় পেয়ে পুলিশ কে খবর দেয় এবং
পৌরসভায় এ ব্যাপারে অবহিত করেন ও সুষ্ঠ নিরপেক্ষ বিচারের জন্য দাবি জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply