মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী কলাতলায় মোসাঃ তানিয়া বেগম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার পহেলা আগস্ট সকালে উপজেলার পৌর শহরের কলাতলা দ্বিতীয়লেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত তানিয়া বেগম বাকেরগঞ্জ উপজেলার মতিন হাওলাদারের মেয়ে। তানিয়ার মেয়ে বিথী (১৪) ও মনির (১০) নামের দুজন সন্তান রয়েছে । এ ঘটনায় তানিয়ার বাবা মতিন হাওলাদার বলেন ১০ বছর বয়সে আমার মেয়ে কে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের মন্টুর কাছে বিবাহ দিয়েছি। কিন্তু তাদের সংসারে সব সময় কোলাহল লেগেই থাকতো, তবে ঘটনার দিন রাত ১১/৩০ মিনিটের সময় আমার দোকান থেকে ফুস্কা খেয়ে বাসায় গেছে, এর পরে রাত চারটার সময় আমাকে জানাইছে যে তোমার মেয়ে গলায়দড়ি দিয়েছে। তানিয়ার মেয়ে বিথীর কাছে জানতে চাইলে তিনি জানান আমার মা ও বাবার মধ্যে, রাত আনুুমানিক ২/৩০ মিনিটের সময় কথা কাটাটি হয়।পরে আমি ঘুমিয়ে পরার আধা ঘন্টা পরে আমার বাবার ডাক চিৎকারে ঘুম থেকে জেগে দেখি, টয়লেটের ভিতরে মায়ের গলায় রশি লাগানো এবং বাবা মাকে হাত দিয়ে উচকাইয়া রাখছে তার পর আমরা ওনার গলার রশি কেটে নামাই, পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে ব্যাংকার কামালের ভারাবাসা থেকে তানিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন,ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply