সিলেট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানায় ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ১ চোরাকারবারি গ্রেফতার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও চোরাচালান রোধ সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২ রা আগষ্ট ২০২৩ তারিখ সকালে বিশেষ অভিযান চলাকালে জৈন্তাপুর, কানাইঘাট সার্কেলের সার্কেল স্যার ওঅফিসার ইনচার্জ, জৈন্তাপুর স্যারদ্বয়ের এর দিক নির্দেশনায় সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ৫০বস্তা চিনির চালান আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।
এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ৷ আটককৃত ব্যাক্তির নাম শামিম আহমদ(২২) পিতার নাম মোঃ হোছন মিয়া সাং লামা শ্যামপুর থানা জৈন্তাপুর জেলা সিলেট। অদ্য
০২/০৮/২৩ তারিখ এস আই/ রসুল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নং ফতেপুর ইউনিয়ন অন্তর্গত ফতেপুর টু গোয়াইনঘাট রাস্তার উপর হইতে ডিআই পিক আপ গাড়ি ভর্তি ভারতীয় চিনি অবৈধভাবে পরিবহন করিয়া সিলেটের দিকে রওনা হয়েছে। বাদী উক্ত সংবাদের বিষয়ে অফিসার ইনচার্জ কে অবহিত করে তাহার নির্দেশমতে তাৎক্ষণিক ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করিয়া একটি ডি আই পিকআপ বোঝাই৫০(বস্তা) ভারতীয় চিনিসহ ১ জন চোরাকারবারী গ্রেফতার করেন। এসময় অবৈধ ভারতীয় চিনির বস্তা সহ ১জন কে আটক করিয়া মামলার বাদী জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উক্ত বিষয় জৈন্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply