বিশেষ প্রতিনিধি
বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে হত্যা এবং গুরুত্বর আঘাত মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাইফুল আলম চৌধুরী’কে মীরসরাই এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
৩১জুলাই,মীরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় অবস্থানকালে আভিযানিক দল গত অভিযানে আসামী সাইফুল আলম চৌধুরী (৫৫),পিতা-মোঃ তাজুল ইসলাম,সাং-মধ্যম সাহের খালী,থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ২০১৮ সালে বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে হত্যা এবং গুরুত্বর আহত করার দায়ে আসামী সাইফুল আলম চৌধুরী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মামলা রুজু হয়। মামলা দায়েরের পর হতে আসামী সাইফুল আলম চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামী সাইফুল আলম চৌধুরী এর অনুপস্থিতিতে ০৩ সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার গোয়েন্দা নজরধারী ছায়াতদন্তের এক পর্যায়ে আসামী সাইফুল আলম চৌধুরীকে আটক করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় ০৩ সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৫ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।
আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply