স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনু মিয়ার বাসায় থাকেন জুড়ী উপজেলা পিডিবি প্রকৌশলী কবির আহমদ
মঙ্গলবার (১ আগস্ট) কালিবাড়ি পাশের মনু মিয়ার বাসায় রাত ১১ টায় সরজমিন গিয়ে দেখা যায় কবির আহমদের বাসার মিটার কয়েকটি লাইনের সংযোগ দিয়ে রেখেছেন। শহরে লোড সেডিং হলেও ওই বাসায় প্রকৌশলী কবির থাকেন বলে কখনোই বিদুৎ যায না।
এলাকাবাসী জানান, তিনি বড় কর্তা বলে অবৈধ ভাবে সুযোগ সুবিধা ইচ্ছে মতো বুক করছেন এবং সার্ভিস তার মিটারের ইন কামিং অবৈধভাবে দুইটি ফিডারের এলটি লাইন দুইটি কাটাআউট এর মাধ্যমে সংযুক্ত করে বিদ্যুৎ ব্যবহার করতেছেন
বাসার মালিক মনু মিয়া বলেন, শহরে লোড সেডিং হলেও আমার বাসায় ১৫ দিন ধরে বিদ্যুৎ যায় না। কারন এখানে বিদ্যুতের বড়কর্তা থাকেন।
বিদ্যুৎ প্রকৌশলী কবির আহমদ ২ মাস হয় জুড়ীতে যোগদান করেছেন। যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন তার বিরুদ্ধে ভালো বিস্তর অভিযোগ রয়েছে।
মুঠোফোনে বক্তব্য জানতে কবির উদ্দিনের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল আহমদ বলেন, এই বিষয় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply