বিশেষ প্রতিনিধি
কক্সবাজারে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২.১৯৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।
অদ্য ৫আগস্ট সকাল সাড়ে ৮টায় অভিযানে ঢাকা হতে
কক্সবাজারগামী যাত্রিবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন ২.১৯৫ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোপন তথ্যে,ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে আসছে এমন তথ্যে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিজিবি’র একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরি পাড়া নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে যাত্রিবাহী বাসটি তল্লাশী করে মালিকবিহীন ২.১৯৫ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়। তথ্য নিশ্চিত করেছেন,
লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী অধিনায়ক,
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply