ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা থানা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১৮৫ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার এবং সাজাপ্রাপ্ত সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গজারিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেন।
এসময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাসির (২৯) কে, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফ হোসেন ও আফজাল হোসেন কে, ৩ কেজি গাঁজা সহ মোঃ বাবু (২৭) কে, ২ কেজি গাঁজাসহ আহাদ আলী ফরাজী (২০) ও শরিফ আহম্মেদ (১৯) কে, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেন কে গ্রেপ্তার করে। এ ছাড়াও সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মিয়া (২৮) ও মোক্তার হোসেন (২৮) কে গ্রেপ্তার করেন। সোমবার সকাল ১০ টার দিকে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী।
তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান মহোদয়ের দিক নির্দেশনায় গজারিয়া উপজেলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply