কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলামে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
অন্যান্যর মাঝে আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
বক্তব্য প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠতম অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ক্ষুধা মুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, এসব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী এবং বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎসাহ যোগিয়ে ছিলেন বাংলার মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আমরা তার এই শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করছি।
উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক জসিমউদদীন শিকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ ইমু,উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখসহ দলীয় নেতৃবৃন্দ।
সভার শুরুতে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
Design & Developed BY: ServerSold.com
https://writingbachelorthesis.com
Leave a Reply